Daily Archives: January 11, 2012

আপনার সাধারন কি-বোর্ড কে মাল্টিমিডিয়া কি-বোর্ড এ রূপ দিন!

আমার মতো অনেকেই আছেন যারা সাধারন কিবোর্ড ব্যবহার করেন। কিন্তু প্রায়ই আমাদের মনে হয়, যদি ভলিউম বাড়ানো কমানোর special button থাকতো তবে অনেক সুবিধা হতো। বা একটি button এই সিডি রম eject/close করা যেত যদি? অথবা কোন special প্রোগ্রাম কোন special button দিয়ে যদি চালু হতো? Read the rest of this entry

পিসিতে ইন্সটল করুন আইফোন ব্রাউজার সিমুলেটর

আশা করি সবাই ভাল আছেন।
আজ আমে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সেটা হল একটা ওয়েব ব্রাউজার। যাদের আই-ফোন নেই তারা এই ব্রাউজার টি দিয়ে তাদের পিসিতে আই-ফোনের মত ব্রাউজার উপভোগ করতে 
পারবেন।এই ব্রাউজার টি দেকতে আই-ফোনের সাফারি ব্রাউজারের মতন। তবে এর কিছু সীমাবদ্ধতা আছে। যেমন স্ক্রিন কী বোর্ড কাজ করেনা, এটিতে কোনও বুকমার্ক সেভ করে রাখা যায়না ইত্যাদি ইত্যাদি।
 তবে এই ব্রাউজারটি দিয়ে ফেসবুক চালাতে দারুণ লাগে। আপনি ইন্সটল করে দেখতে পারেন।

ডাউনলোড করুন এখান থেকে 

ধন্যবাদ

সূত্র-টেকটিউনস

মাত্র এক ক্লিক করে হারিয়ে যাওয়া ডাটা রিকভার করুন

একটি ক্লিক দ্বারা আপনার হারানো ডাটা উদ্ধার করুন।এটা একটা ছোট পোর্টেবল সফটওয়্যার যা আপনি শুধুমাত্র একটি ক্লিকেই আপনার হারানো ডাটা পুনরুদ্ধার করতে পারবেন।তাছাড়া এটা পোর্টেবল সফ্টওয়্যার, তাই আপনাকে এটি ইনস্টল করতে হবে না। Read the rest of this entry

উইন্ডোজ সেটআপ দিন কোন সিডি কিংবা পেনড্রাইভ ছাড়াই

কোন মিডিয়া ছাড়াই উইন্ডোজ সেটআপ দেয়ার জন্য আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করব তার নাম Acronis Ture Image Home 2010. এটি যারা এখনো ব্যবহার করেননি তাদের ‘হেরার আলো’ ভাইয়ের এই পোষ্টটি পড়তে হবে।http://www.techtunes.com.bd/download/tune-id/28956/ (কেন জানি লিংক এ্যাড হচ্ছে না, তাই এ ব্যবস্থা) পোষ্টটি না পড়লে আপনি কিছুই করতে পারবেন না।ধরে নিচ্ছি আপনি Acronis দিয়ে Backup নিতে এবং Restore করতে পারেন। এখন আমরা দেখি কিভাবে Acronis ব্যবহার করে কোন ডিস্ক কিংবা পেনড্রাইভ  কিংবা কোন প্রকার মিডিয়া ছাড়াই উইন্ডোজ সেটআপ দিতে পারব। Read the rest of this entry